পড়ন্ত বিকাল I Fall afternoon


পড়ন্ত বিকাল
       
        পর্ব-১ 

আকাশটা অনেকটা নীল আর মাঝে সাদা,  মেঘ গুচ্ছ ।
নীল আবরণে মেঘ রাশির লুকোচুরি খেলা, আর শীতল হাওয়া বইছে
হাকালুকি হাওড়ের এক প্রান্তে, বট গাছের সাথে একটি নৌকা  ছিলো ।
আমরা নৌকাটায় উঠলাম।

জানো ঐ দিন নাহ রুদ্র কে অনেক সুন্দর লাগছিলো
আর রুদ্র - খুব সুন্দর, শ্যাম বর্ণ আর মুখে একটু মায়া মায়া ভাব, গোফ আর খোচা খোচা দাড়ি, চোখ গুলো কাজল আঁখি । কেমন একটা মায়া মায়া ভাব । দেখলে সুধু তাকিয়ে থাকতেই মন চায়। 

তার পর আমরা নৌকায় উঠলাম,
রুদ্র, আমায় বলছে এই পাগলু নৌকা চালাতে পারো ?
নাহ ত !! 
তাহলে ! 
ঐই আমি কি কখনো এমন নৌকা চালিয়েছি? 
ঢাকায় ধানমন্ডিতে প্যাডেল বোড পাওয়া যায় ওখানে আমি প্রায়ই চালাতাম
রুদ্র তুমি একটা কাজ করো এখানে দুটি পেড্যাল লাগিয়ে দাও,
তাহলেই হবে! 

হা হাহ হাহা হাহ রুদ্র হাসছে আর আমায় বলছে আরে বল্টু এটা কি তোমাদের ধানমন্ডি নাকি এটা হাকালুকি হাওড় সারা দেশে নামকরা এখানে প্রতি বছর অনেক অথিতি পাখি আসে শীতের মেীসুমে আর দেখছো এটা কত বড় হাওড় ।

সত্যিই হাকালুকি হাওড় টা অনেক বিশাল শুধু পানি আর পানি । মাঝে মাঝে কচুরী ফুলের ভেলা কোথায়ও শাপলা আবার কোথায় পদ্ম ভেলা । প্রকৃতির এক অপূর্ব নির্দশন 
রুদ্র আমায় বললো যাও নৌকার ঐ মাথায় গিয়ে লক্ষী ছেলের মতো বসো
সাবধান আবার পানি ঝাপ দিও নাহ !! হা হা হা

ঐ পোলা ঝাপ দিমু কেন ?
তার পর রুদ্র অপর প্রন্তে বইঠা হাতে ।
দু-জন দুই প্রান্তে । নীল নৌকা চালাচ্ছে আর আমি অপর প্রান্তে বসে আছি ।
সত্যিই খুব মধুর ছিলো ঐ সময় টা । আকাশটা অপরুপ সাজে সেজে ছিলো সেই দিন। 
আকাশের সাজ আর মাঝে সাদা, মেঘরাশির খেলা  আর শীতল হাওয়া ।
না ভোলার মতো একটি মূহুর্ত

রুদ্র আমার দিকে তাকাচ্ছে আর মিটি মিটি হাসছে ।
মাঝে মাঝে আমার দিকে পানি ছিটাচ্ছে । আর আমি ত প্রকৃতি দেখে মুখদ্ধ হয়ে গেছি ।
এতো সুন্দর জায়গা জীবনে আগে কখনো দেখিনি ।  আর পাশে বসা আছে স্বপ্নের মানুষটা ।

তার পর চলতে চলতে আমরা একটা কচুরী ভেলার কাছে থামলাম । অনেক গুলো ফুলে ঘেরা কচুরী পনা । রুদ্র কয়েকটা কচুরী ফুল নিলো আমায় দিয়ে  । সত্যিই ফুল গুলো  দেখতে দারুণ লাগছিলো  । সাদা আর নিল রঙ এর মিশ্রণ ছিলো ফুল গুলোতে 

আমরা এখন হাওড় এর মাঝ খানে । রুদ্র আমার কাছে চলে আসলো । কি এখানে চলে আসলে যে, এখন নৌকা চালাবে কে ? রুদ্র বলছে অনেক চালেয়েছি এবার রেস্ট নিবো । তোমার পাশে একটু বসতে দিবে ?
হুম !! রুদ্র বলছে তোমার পা দুটো মেলে দাও আমি তোমার কোলে মাথা রেখে আকাশ দেখবো ।

আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর গুন গুন করে গান করছিলাম “দুঃখ টাকে দিলাম বিদায় আসবে নাহ ফিরে । এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানায় । চুপি চুপি স্বপ্ন গুলো ডাকছে হাত বাড়িয়ে এ.... এ.... মন চায়, মন চায় যেখানে চোখ যা সেখানে যাবো হারিয়ে ।

এভাবে ডেউ এর দোলায় দুলছি আমরা সত্যিই এই মূহুর্ত ভোলার নয় ।
আমি তখন এমন আবেগ প্রবন হয়ে পড়েছিলাম যে আমার দু-চোখ বেয়ে পানি পড়তে লাগলো । আর সেই পানি পাগলটার মুখে পড়লো

এই ত শুরু এই পাখি তুমি কাদছো কেন হুম ??
তোমার চোখে পানি কেন ??
চুপ করে আছো কেন কিছু বলো ?
কেন কাদছো ?
ভয় ....

ভয় ? কিসের ভয় ? তোমাকে হারাবার ভয়
দূর পাগল তোমায় ভূত এ ধরেছে তাই নাহ ।

এই যে আমি ত তোমার কাছেই আছি । হারাবো কেন পারবে নাহ আমায় তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে সারা জীবন ?

চলো সন্ধ্যা নেমে আসছে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক ।

The End
আসছে ২ য় পর্ব ........... ।




পর্ব-1 

যদি  পাঠকদের কাছে ভালো লাগে তাহলে 

নিচে কমেন্টস অপশন আছে কমেন্স করতে পারেন 


Previous Post
Next Post
Related Posts

3 comments:

  1. কমেন্টস করার জন্য এই অপশনটি ব্যবহার করুন ।

    ReplyDelete
  2. Comment as: Anonymous সিলেক্ট করুন

    ReplyDelete

for post your Comment plz select this option from the list
Comment as: Anonymous