পোশাক নিয়ে ফের সমালোচিত প্রিয়াঙ্কা


পোশাক নিয়ে আবারও বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। তার পরা প্যাস্টেল রংয়ের জামা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে 'লেট নাইট উইথ শেঠ মাইয়ারস'-এ 'ডিও লি'র একটি লজাঁরি পোশাক হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবি প্রকাশ হবার পর থেকেই শুরু হয় সমালোচনা।

পোশাকটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছেন পিসি।

একজন লিখেছেন, 'এই পোশাক দেখলে আমার মা সঙ্গে সঙ্গে রিফু করতে পাঠাতো।' আরেকজন লিখেছেন, 'ব্যাটম্যানের চোখসহ প্রিয়াঙ্কা চোপড়া।' অপর একজন লিখেছেন, 'আমি তো ভেবেছিলাম, ওটা স্কিন রংয়ের পকেট।'

এরআগেও পোশাক নিয়ে বিতর্কে জড়াতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে যখন গিয়েছিলেন তখন তার পোশাকটি ছিলো হাঁটুর উপর পর্যন্ত। অনেকেই বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এমন অশালীন পোশাক পরে দেখা করতে যাওয়া উচিৎ হয়নি প্রিয়াঙ্কার।

Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):

for post your Comment plz select this option from the list
Comment as: Anonymous