নিকলী হাওর কিশোরগঞ্জ I Nikoli Haor Kishoreganj


কিশোরগঞ্জ জেলা মূলত হাওর এলাকা। নিকলী হাওর ছাড়াও কিশোরগঞ্জে আরও অনেক হাওর রয়েছে।
 যেমন হুমাইপুর হাওর (বাজিতপুর), সোমাই হাওর (অষ্টগ্রাম), বাড়ির হাওর (মিঠামইন), তল্লার হাওর (বাজিতপুর-নিকলী-অষ্টগ্রাম), মাহমুদুর হাওর (নিকলী), সুরমা বাউলার হাওর ইত্যাদি।


আমার আজকের পোষ্ট শুধু নিকলী হাওরের কিছু ছবি নিয়ে।হাওর মূলত সাগর শব্দের অপভ্রংশ মাত্র। উচ্চারণ বিকৃতিতে সাগর থেকে সায়র এবং সায়র থেকে হাওর হয়েছে বলে ব্যাখ্যায় বলা আছে।

বর্ষাকালে বিশাল হাওর এলাকায় অথৈ জলরাশি দেখলে সাগরের কথাই মনে করিয়ে দেয়। হাওর আর কিছু নয়, এটা অপেক্ষাকৃত বড় জলাভূমি।শীতকালে যে প্রান্তর ফসলে পূর্ণ বা শুকনো মাঠ কিংবা বালুচর, বর্ষাকালে সেখানে এমন জলধারা যে চারদিক প্লাবিত করতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। শুধু পানির প্রবাহ নয়, প্রচণ্ড ঢেউ আর দিগন্ত বিস্তৃত জলরাশি সাগরের বিশালত্বের কথাই মনে করিয়ে দেয়।


আর মাঝে মাঝে দ্বীপের মতো গ্রামগুলো যেন ভেসে আছে যেন পানির বুকে।

একে তো স্বর্গই বলা যায় নাকি? তো আসুন দেখে নেই নিকলীর সৌন্দর্য্য।(২/৩) নিকলী বাধে পৌছেই দেখলাম ছোট ছোটবাচ্চা এভাবে মাছ ধরছে।



(৪) নিকলী বেড়ি বাধের পাশে গ্রাম, এখান থেকেই আমরা ট্রলার নিয়ে বেড়িয়ে পড়ি হাওরের অথৈ জলে।
(৫/৬) নানা রকম জাল দিয়া হাওরে জেলেরা মাছ ধরছে। (৭) জলে ফুটবল খেলে নিলে কিছুক্ষণ মন্দ কি?
(৮) হাওরের কিছু এলাকায় রয়েছে এমন করচের বন। (৯/১০) কিছু পাল তোলা নৌকাও এখানে দেখা যায়।
(১১/১২) ইঞ্জিনের নৌকা তো এখন সর্বত্র।
(১৩/১৪) ঝিম মারা দুপুরে চকচকে হাওর।
(১৪) কারেন্ট জাল দিয়াও অনেকে মাছ ধরছে এখানে।
(১৫/১৬) জলের মাঝে এক টুকরো মাঠ, সেখানেই চলছে বাচ্চাদের খেলা, ওটা গরু ছাগলদের চারণভুমিও বটে।
(১৭/১৮) বেলা শেষে ঘরে ফেরা।




Kishoreganj district is basically haor area In addition to the Nikoli haor, there are many more haors in Kishoreganj. Hummer Haor (Bajitpur), Somai Haor (Ashtagram), Houser (Mithamain), Hollar (Bajitpur-Nikoli-Ashgram), Mahmudur Haor (Nikoli), Surma Bouler haor etc.



My today's post just took pictures of Nicholas Haor. Hao is mainly an offshoot of the word of the sea. Explanation has been explained in the distortion of the sea that there is haor from Sayar and Sayar.


The rainy season reminds me of the sea when watching the river water in the vast haor area. Haor is nothing more, it is a relatively large wetland. In the past, the desert fields are full or dry fields or shelf, it can not be believed if there is no water in the rainy season that can flood all the water.



Not only the flow of water, the vast waters and the vast waters of the horizon remind you of the vastness of the sea.

And sometimes the villages like the island have floated so that the water chest. It is a heaven that can be called? So let's see the beauty of Nicholas. (2/3) When Nikli reached the target, I saw small children like this.

(4) Nikli is a village near the border of the block, from here we traveled through the trawler, in the ocean of haor.



(5/6) Fishermen fishing through various types of fishing haor fisheries.

(7) Playing football in the water is bad for a while?

(8) There are some areas of haor in which the cortex forest.

(9/10) Some sail boats are also seen here.

(11/12) The boat of the engine is now everywhere.

(13/14) shy dead noon shiny haor

(14) Many people are catching fish in the fake net.

(15/16) There is a piece of ground in the water, where it is playing kids, it's the shepherd's goats of
cow's goats.

(17/18) Return to bed at the end of the evening.





Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):

for post your Comment plz select this option from the list
Comment as: Anonymous