বিয়ে করলেই পাবেন 50 লাখ সৌদি রিয়াল, অপেক্ষায় আছেন সৌদি নারীরা, বিয়ে করতে পারবেন যে কেউ !

একাকীত্বের অবসান ঘটাতে কোটিপতি সৌদি নারীরা স্বামী খুঁজছেন।বিদেশি স্বামী বিয়ের ক্ষেত্রে এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাবার ক্ষেত্রে সংস্কার হওয়ার পর মিলিয়ন ডলার ইনাম নিয়ে সৌদি নারীরা স্বামী খুঁজছেন।হাফিংটন পোস্ট বলা হয়েছে ।


 একজন সৌদি নারী  ৪০ বছরের হেসা যিনি বিয়ে করার ইচ্ছে ব্যক্ত করে বলেন, তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রচুর ধনসম্পদের মালিক হলেও এখন এমন একজন স্বামী চাচ্ছেন যিনি তাকে সন্মান করবেন।২০১২ সালে সৌদি সাময়িকী রোয়া এক প্রতিবেদনে জানায়, এক নারী ভাল স্বামীর খোঁজে ৫০ লাখ সৌদি রিয়াল নিয়ে অপেক্ষা করছেন।যিনি বিবাহিত জীবন ও দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।২০১৪ সালে আমিরাতের একটি নিউজ সাইট জানায়, অনেক সৌদি কোটিপতি নারী টুইটারে বিয়ের আগ্রহের কথা জানান।


এমন একটি পোস্টে এক সৌদি নারী জানান, তিনি তালাকপ্রাপ্তা, নিঃসন্তান, এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে ভালবাসবেন।উত্তরাধিকার সূত্যে তিনি ১’শ মিলিয়ন রিয়াল পেয়েছেন এবং তিনি তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।তার বয়স ৩৯ বছর।

২০০৭ সালে সুন্দরী নয় এমন এক সৌদি নারী স্বামীর জন্যে ব্যক্তিত্বকেই প্রাধান্য দেওয়ার কথা বলেন।তার সম্পদের পরিমাণ ছিল ৭০ লাখ রিয়াল।

Previous Post
Next Post
Related Posts

5 comments:

  1. I want marriage this woman now I am in saudi arabia my mobile number 00966550354260

    ReplyDelete
  2. আমি বিয়ে করতে চাই এখএখন আছে নাকি থাকলে বলেন

    ReplyDelete
  3. আমিও করতে রাজি আছে নাকি এটা আমার নামবার 0536756005

    ReplyDelete
  4. আমি বিয়ে করতে চাই সৌদি নারী যদি রাজি থাকেন বলবেন আমার নাম্বার 01676078431

    ReplyDelete

for post your Comment plz select this option from the list
Comment as: Anonymous