এমিরেটস এয়ারলাইন্সের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার পোস্ট করা হীরায় মোড়ানো একটি বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, এমিরেটসের বোয়িং-৭৭৭ বিমানের একটি ফ্লাইট পুরোপুরি হীরা এবং অত্যন্ত দামি স্বচ্ছ কাঁচে খচিত। টুইটে ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, এমিরেটসের ব্লিং-৭৭৭।
হীরক খচিত এই বিমানটি বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের যেই টার্মিনালে রাখা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাকও রয়েছে। সূর্যের আলোতে হীরার মতই জ্বল জ্বল করছে বিমানটি।
এমিরেটসের টুইটার অ্যাকাউন্টে ছবিটি বুধবার টুইট করা হলেও তার আগের দিন মঙ্গলবার প্রথমে এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন সারা শাকিল নামের এক ক্রিস্টাল শিল্পী। তার আপলোড করা ছবিটিতে লাইকও পড়েছে প্রায় ৪৭ হাজার।
একেবারে বাস্তবের মত দেখতে এই বিমানের ছবিট ঘিরে সৌখিন এবং বিলাসী মানুষদের কাছে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। ফলে ছবিটি ইন্টারনেটে ভাইরল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, এটা আমার বিমানের মতো। অপর আরেকজন লিখেছেন, হীরক বৃষ্টি।
তবে এই ছবিটির ব্যাপারে এমিরেটস এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা হলে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজকে তাদের এক মুখপাত্র বলেন, তারা শুধু ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছে মাত্র।
0 মন্তব্য(গুলি):
for post your Comment plz select this option from the list
Comment as: Anonymous