ঘুরে আসুন সাউথ টাউন জামে মসজিদ থেকে। South Town Jame Mosque, Karaniganj, Dhaka



মসজিদ নাকি রাজপ্রসাদ ? অপূর্ব্য ডিজাইনে তৈরী, সাউথ টাউন জামে মসজিদ, সাউদ টাউন, কেরানীগঞ্জ ঢাকা। 

“সাউথ টাউন জামে মসজিদ”আল্লাহতায়ালার একটি পবিত্র ঘর, তারই বান্ধাদের হাতে তৈরিকৃত অসাধারণ শিল্পকর্ম একটি বিকেলের ২-৩ ঘন্টা সময় হাতে দিয়ে দেখে আসতে পারেন এই অপূর্ব সুন্দর শিল্পকর্মের মসজিদ টি
এটার অবস্থান: কেরানীগঞ্জ নতুন জেলখানার বিপরীতে “সাউথ টাউন” আবাসিক এরিয়ার ভিতরে
যেভাবে যাবেন: ঢাকার যেকোনো যায়গা থেকে যাত্রাবাড়ী, সেখান থেকে বাস অথবা লেগুনা করে জনপ্রতি ‘৫’ টাকা ভাড়া দিয়ে পোস্তগোলা ব্রিজের গোড়ায় নামতে হবে,,পোস্তগোলা ব্রিজের গোড়া থেকে সিএনজি করে জনপ্রতি ‘৮’ টাকা করে ভাড়া দিয়ে ব্রিজ পার হতে হবে,,ব্রিজ পার হয়ে লেগুনা করে নতুন জেলখানার সামনে জনপ্রতি ‘১৫’ টাকা ভাড়া দিয়ে নামবেন। জেলখানার সামনে থেকে যে কাউলেই জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে সাউথ টাউন,,একটু পায়ে হেটে সোঝা রাস্তা দিয়ে গিয়েই সাউথ টাউনের ভিতরে দেখতে পাবেন “সাউথ টাউন জামে মসজিদ” টি।

# গিয়ে এক ওয়াক্ত নামাজ ও আদায় করে নিতে পারেন
ঘুরতে গিয়ে যেখানেসেখানে ময়লা আবর্জনা ফেলে আসবেননা..নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন…আর অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করবেন..আমরা নিজেরা সচেতন হলে আমাদের দেশ পরিবেশ এম্নিতেই সুন্দর থাকবে।
সাউথ টাউন জামে মসজিদ, সাউথ টাউন আবাসিক প্রকল্প, রাজেন্দ্রপুর, কেরানীগঞ্জ.....
যেভাবে যাবেন - ঢাকা মাওয়া হাইওয়ের রাজেন্দ্রপুরের নতুন কারাগারের একটু পরেই হাতের ডান দিকেই পেয়ে যাবেন। মেইন গেট থেকে ৮-১০ মিনিট হেটে ভিতরে ঢুকলেই এই দারুন সুন্দর মসজিদটি পেয়ে যাবেন। বিকালে গেলে কাশ ফুল এবং অসাধারন সূর্যাস্তও দেখতে পাবেন।

South Town Jami Mosque, South Town Residential Project, Rajendrapur, Keraniganj.
The way you will go - you will get right at the right hand side of the new jail in Dhaka's Mawa Highway Rajendrapur. Walking through the Main Gate 8-10 minutes, you will find this wonderful beautiful mosque. In the afternoon you can see the cass flower and the wonderful sunset.

 অপূর্ব্য ডিজাইনে তৈরী, সাউথ টাউন জামে মসজিদ, সাউদ টাউন, কেরানীগঞ্জ ঢাকা। 



অপূর্ব্য ডিজাইনে তৈরী, সাউথ টাউন জামে মসজিদ, সাউদ টাউন, কেরানীগঞ্জ ঢাকা।

অপূর্ব্য ডিজাইনে তৈরী, সাউথ টাউন জামে মসজিদ, সাউদ টাউন, কেরানীগঞ্জ ঢাকা।



"South Town Jame Mosque" is a holy house of Goddess, with its beautiful handmade artwork created by the hands of a man, can be seen in the afternoon of 2-3 hours in the hands of this wonderful beautiful artwork mosque.
How to go: In the residential area of ​​"South Town" opposite Keraniganj New Prison
How to go: From Jagga to Jatrabari from any place in Dhaka, from there to the bus or the laguna, the '5' will be rented at the postagola bridge at the beginning of postagola bridge, CNG from the


beginning of the postagola bridge, '8' will have to cross the bridge by paying rent, bridge After passing through the new jail, you will have to pay rent '15' per person. When you ask the cauliflower from the front of the prison, South Town, will walk in the footsteps of Sohagha, walking in the footsteps of South Town, "South Town Jame Mosque".


Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):

for post your Comment plz select this option from the list
Comment as: Anonymous